১২ জুলাই, ২০১৭ তারিখে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয়। সোনামুখী সরকারী প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কাপ, খাসশুড়িবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। দল দুটি কাজিপুর উপজেলার প্রতিনিধিত্ব করবে। ইউএনও জনাব মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এই চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: মেজাম্মেল হক সরকার, ভাইস চেয়ারম্যান জনাব মো: সাইফুল ইসলাম বেলাল, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব মো: খলিলুর রহমান সিরাজীসহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: মইনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এই অনুষ্ঠানের আযোজন করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS