‘সমৃদ্ধ চর উন্নত দেশ’ প্রতিপাদ্যে কাজিপুরে শুরু হয়েছে চরকৃষি বাণিজ্য মেলা। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। কাজিপুরের মাইজবাড়িতে যমুনা নদীর তীরে অবস্থিত শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ইকোপার্ক প্রাঙ্গণে শনিবার বিকেলে এই মেলার উদ্বোধন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।
ফুলস্টপ সলিউশন লিমিটেড, সিডিআরসি, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং এনডিপি’র যৌথ আয়োজনে এই মেলায় চরাঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে লক্ষ্যে কৃষি সরঞ্জামাদি সার, বীজ ও কীটনাশকসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী সমৃদ্ধ ৪৬ টি স্টল স্থান পেয়েছে। এমফোরসি সুইসকন্টাক্ট বাংলাদেশ এর টিম লিডার এসএম মাহমুদুজ্জামানে সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিআরসি’র পরিচালক আব্দুর রশিদ, এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, জেলা প্রাণিসম্পদ অফিসার আখতারুজ্জামান ভুঁইয়া, মাইজবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, লুৎফর রহমান মুকুল প্রমূখ। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মেলা সবার জন্যে উন্মুক্ত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS