২৮ জানুয়ারি ২০১৭খ্রি: তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম, এম.পি চরগিরিশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহা পরিচালনক (অতিরিক্ত সচিব), স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব কামরুন নাহার সিদ্দিকা, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও মাননীয় মন্ত্রী দক্ষিণ ছালাল থেকে উত্তর ছালাল ১০০০ (০০-১০০০ মিটার) মিটার এবং ছালাল খেয়াঘাট থেকে চরগিরিশ ইউপি পর্যন্ত ভায়া রঘুনাথপুর বাজার ৫০০ (১০০০-১৫০০ মিটার) মিটার আরসিসি রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS