পবিত্র কুরআন থেকে তিলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, জাতীয় পাতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত'র মধ্য দিয়ে সকাল ৯ ঘটিকায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৬ এর কর্মসূচি শুরু হয়।
মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদ অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিটি দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ। এছাড়া কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, কাজিপুর উপজেলার মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যবর্গসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS