আগামী ১৪,১৫,১৬ জানুয়ারী ২০১৩ এই তিন দিন মালয়েশিয়া গমনিচ্ছুদের রেজিষ্ট্রেশনের হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় ১৬,১৭,১৮ জানুয়ারী এবং ড্র হবে ১৯ জানুয়ারী। যারা মালয়েশিয়ায় চাকুরী পেতে ইচ্ছুক তাদের উক্ত তারিখে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে গিয়ে রেজিষ্ট্রেশন করার জন্য বলা হইল। প্রথম ১০ হাজার পাঠানো হবে প্লানটেশন খাতে। মালয়েশিয়া প্লানটেশন খাতে যেতে চাইলে কর্মীদের নিম্ন বর্ণিত যোগ্যতা থাকতে হবে- ১। আগ্রহী কর্মীদের বাংলাদেশের নাগরিক হতে হবে।২। কৃষি কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং দুর্গম পাহাড়ি এলাকায় রাবার বাগানে কাজ করতে আগ্রহী হতে হবে।৩। বয়স সীমা ১৮-৪৫ বছর এর মধ্যে হতে হবে।৪। গ্রাম এলাকার প্রকৃত বাসিন্দা হতে হবে।৫। কর্মীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট বা তদুর্ধ্ব।৬। শরীরের ওজন কমপক্ষে ৫০ কেজি ও মেডিক্যালি ফিট হতে হবে।৭। সর্বনিম্ন ২৫ কেজি ওজনের মালামাল হাতে করে বহনের ক্ষমতা থাকতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস